Duyare Sarkar Camp will be in probably july
WhatsApp Group Join Now

পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত বাসিন্দাদের সমন্বিত পরিষেবা প্রদান করাই হল দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্য। যাঁরা সরকারি অফিসে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে চান না বা পারেন না, জাত শংসাপত্রের জন্য আবেদন করার মতো সময়ও পান না, তাঁদের অফিসিয়াল প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করার জন্যও এই প্রকল্প কাজ করে।

পশ্চিমবঙ্গ সরকারের, দুয়ারে সরকার যোজনার তৃতীয় ধাপে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে প্রায় 70% আবেদন গৃহীত হয়েছিল। আবার শুরু হচ্ছে সেই ক্যাম্প। বিস্তারিত তথ্য এখনই জানুন।

দুয়ারে সরকার ক্যাম্প-এ কোন কোন নথিগুলি নিয়ে যাওয়া প্রয়োজন?

এই প্রোগ্রামের অধীনে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার জন্য উল্লিখিত কাগজপত্র প্রয়োজন-

  • আধার কার্ড
  • রেশন কার্ড
  • ভোটার আইডি কার্ড
  • ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  • মোবাইল নাম্বার
  • পাসপোর্ট ছবি
  • বয়স প্রমাণ
  • জাতী শংসাপত্র (যদি থাকে)
  • PwD সার্টিফিকেট (যদি থাকে)
  • প্যান কার্ড

এই বারের দুয়ারে সরকার ক্যাম্প কবে শুরু হবে?

সূত্রের খবর, জুলাই মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। কোনও সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান তবে, নিজেদের এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই যেতে পারেন। কীভাবে নিজের এলাকার ক্যাম্প খুঁজবেন, তা বলে দিচ্ছে কাজের সুবিধা।

WhatsApp Group Join Now

কোথায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে?

আপনার এলাকায় কোথায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে তা জানার জন্য নীচের পদ্ধতি দেখুন-

(১) দুয়ারে সরকার ক্যাম্প ওয়েবসাইটে যেতে হবে।

(২) স্কিমের মূল পৃষ্ঠাটি আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।

(৩) নিচে সোয়াইপ করার পর আপনাকে অবশ্যই Find your camp বিকল্পটি নির্বাচন করতে হবে।

(৪) এরপর স্ক্রিনে, দুটি বিকল্প প্রদর্শিত হবে। যথাক্রমে, Block/Local Body, GP/Ward option থেকে আপনার পছন্দের বিকল্পটি বেছে নিন।

(৫) জেলা, ব্লক/স্থানীয় সংস্থা, জিপি/ওয়ার্ড বিকল্পটি বেছে নিন।

(৬) এবার ক্যাম্পের স্পেসিফিকেশন আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।

নতুন ক্যাম্পে কী কী সুবিধা পাবেন?

দুয়ারে সরকার ক্যাম্পের দেওয়া অসংখ্য পরিষেবা রাজ্যের বেশ কিছু ব্যক্তিকে উপকৃত করবে। এই পরিষেবাগুলি নিম্নরূপ তালিকাভুক্ত করা হয়েছে: –

লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, কৃষকবন্ধু, তপশিলি বন্ধু, জয় জোহার, প্রতিবন্ধী সার্টিফিকেট স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ইত্যাদি।

আরো পড়ুন: ৩ বছরের বেশি না! সব পঞ্চায়েতে চালু হচ্ছে বদল নীতি

হেল্পলাইন নম্বর

দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কে আপনার কোন প্রশ্ন বা উদ্বেগ থাকলে, অনুগ্রহ করে নীচের তথ্য ব্যবহার করে-

ঠিকানা: নবান্ন ভবন 325, HRBC বিল্ডিং, শরৎ চ্যাটার্জি রোড, শিবপুর, হাওড়া-711102

ইমেইল: [email protected]

ফোন নম্বর: 033 2250 1193

রাজ্য হেল্পলাইন টোলফ্রি নম্বর: 18003450117, 03322140152

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *