দিল্লিতে ফ্রি বিদ্যুৎ তো মিলছেই, এবার এই রাজ্যেও ফ্রি বিদ্যুৎ দেবে সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দিল্লির পর ভোটের মুখে এবার ফ্রি বিদ্যুৎকেই এজেন্ডা বানিয়েছে আরেক রাজ্যের সরকারও। মার্চ মাসে দিল্লি সরকারের বিদ্যুৎমন্ত্রী আতিশি বলেছিলেন যে বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুতের পাশাপাশি আইনজীবী চেম্বার, কৃষক এবং 1984 সালের দাঙ্গার ভুক্তভোগীরা আগের মতো ভর্তুকি সুবিধা পাবেন। যেহেতু ভর্তুকি আগামী বছর পর্যন্ত বাড়ানো হয়েছে, গ্রাহকদের এর জন্য কোনও ফর্ম পূরণ করতে হবে না। হয়ত দিল্লিকেই দেখাদেখি এবার একই পথে হেঁটেছে এই রাজ সরকারও।

অন্য কোন রাজ্যে মিলবে বিনামূল্যে বিদ্যুৎ? 

ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বড় ঘোষণা করেছেন। রাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেছেন তিনি। প্রকৃতপক্ষে, একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময়, মুখ্যমন্ত্রী বলেছিলেন, জুলাই থেকে এই রাজ্যে কাউকে বিদ্যুৎ বিল দিতে হবে না। সরকার মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দেবে।

রাজ্যের বর্তমান সরকার যদি আবার সরকার গঠন করতে পারেন, তাহলে 100 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এর আগে সরকার দাবি করেছিল যে গ্রাহকদের 100 থেকে 150 ইউনিট বিদ্যুতের খরচে ছাড় দেওয়া হবে। পার্টির মতে, রাজ্যের 75 শতাংশ বাড়ি 100 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করছে। যার ফলে বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের সুবিধা পেতে পারবেন।

আরো পড়ুনঃ হাতে মাত্র ১ মাস সময় আছে! তারপরেই বন্ধ হবে এইসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট

বিনামূল্যে বিদ্যুৎ ছাড়া আর কী কী সুবিধা দেওয়া হবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শুধু তাই নয়, তরুণদের জন্য 1 লাখ কোটি টাকার বাজেট প্রকাশের কথাও ঘোষণা করা হয়েছে। এছাড়াও এই সরকার, আবার ক্ষমতায় আসার পরে, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে 20 লক্ষ টাকা পর্যন্ত সুদ-মুক্ত ঋণ সহ অনেক বড় প্রতিশ্রুতি দিয়েছে।

রাজ্য সরকারের বিএসকেওয়াই প্রকল্পের অধীনে মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবাও পেতে থাকবে। 9 জুন ফের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন রাজ্যের বর্তমান সরকার।

উল্লেখ্য, ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক গঞ্জাম জেলার হিনজিলি বিধানসভা আসন থেকে ওড়িশা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পট্টনায়েক 2000 সাল থেকে টানা পাঁচবার এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এবার জিতলে দীর্ঘতম মেয়াদে ভারতের মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড গড়বেন নবীন পট্টনায়েক। আর বিনামূল্যে এই বিদ্যুৎ সুবিধা পশ্চিমবঙ্গের মমতা সরকার নয়, দেবেন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকই।

Leave a Comment