daily salary of civic volunteers increased by 34 rupees see how much money has increased
WhatsApp Group Join Now

সিভিক ভলান্টিয়ারদের জন্য বড়সড় ঘোষণা রাজ্যের। আগের থেকে অনেকটা বেশি মাইনে পাবেন এবার থেকে। আগেই জানা গিয়েছিল যে, বাজেট অধিবেশনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ভিলেজ পুলিশদের টাকা খানিকটা বাড়ানোর জন্য 180 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

সুতরাং এতদিন, সিভিক ভলান্টিয়াররা যা বেতন পেয়ে এসেছেন, তার থেকে অনেকটা বেশি করেই টাকা দেওয়া হবে। এবার মমতা সরকারের সেই কথাই রেখেছে নবান্ন।

সিভিক ভলান্টিয়াররা পাচ্ছেন বড় অঙ্কের বোনাস

2020 সালের 8 সেপ্টেম্বরের নিয়ম অনুযায়ী, আগে সিভিক ভলান্টিয়াররা মাত্র 2000 টাকা করে বোনাস পেতেন। 2023 সালেও ওই একই খাতে বোনাস জুটেছিল। এবার সেই খাতেই পরিবর্তন হয়েছে।

এ বছরের শুরুতেই নবান্ন সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধি করেছিল। প্রত্যেক সিভিক পুলিশদের জন্য 5,300 টাকা করে বোনাস দেওয়ার কথা বলা হয়েছিল। অর্থাৎ 2024 সালের পুজো থেকে বর্ধিত বেতনের পাশাপাশি এই মোটা অঙ্কের বোনাস পাবেন তাঁরা।

কত টাকা করে মাইনে বেড়েছে সিভিক ভলেন্টিয়ারদের?

WhatsApp Group Join Now

রাজ্যের ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এতদিন দৈনিক 344 টাকা করে ভাতা পেতেন। এবার সেই ভাতাই খানিকটা বাড়িয়ে 378 টাকা করা হয়েছে।

সোমবার একটি বিজ্ঞপ্তিতে মমতা সরকারের নবান্নের তরফে জানানো হয়েছে যে এবার থেকে ভিলেজ পুলিশের ভলান্টিয়ারদের প্রতিদিনের মজুরিতে 34 টাকা করে বৃদ্ধি করা হয়েছে।

তাহলে 34×30 হিসাবে দেখতে গেলে, সব মিলিয়ে পুলিশদের মাসিক বেতনে যোগ করা হবে আরও 1,000 টাকা।

আরও 5 লক্ষ টাকা পাবেন?

আগে ভিলেজ পুলিশদের কর্মীরা অবসর নেওয়ার পর 2 থেকে 3 লক্ষ টাকা পেতেন। এখন তাঁরা পাবেন 5 লক্ষ টাকা।

আরো পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারে ১০০০ টাকা তো পাচ্ছেন! এইভাবে জমালেই হবেন কোটিপতি

সিভিক ভলেন্টিয়ার কীভাবে হতে পারবেন?

1) প্রার্থীকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।

2) 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এক্ষেত্রে কাস্ট অনুযায়ী ছাড়ও দেয় রাজ্য সরকার।

নতুন করে এই সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিলেই আবেদন করতে পারবেন যে কেউ। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *