কংগ্রেস নেতা রাহুল গান্ধি ঘোষণা করেছিলেন, বিরোধী ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রথম দিনই মনরেগা (MGNREGA) অর্থাৎ ১০০ দিনের কাজ প্রকল্পের দৈনিক মজুরি বাড়িয়ে ৪০০ টাকা করা হবে। স্বাভাবিকভাবেই আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি কেন্দ্রের শাসকদল বিজেপির উপর চাপ তৈরি করে। আর তাই গ্রামের গরিব জনগণের সমর্থন ধরে রাখতে এবার একপ্রকার চুপি চুপি ১০০ দিনের কাজ প্রকল্পের মজুরি বৃদ্ধি করল কেন্দ্র। যদিও এই প্রক্রিয়ায় আদর্শ নির্বাচনী আচরণবিধি লংঘন করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।
১০০ দিনের কাজ প্রকল্পের মজুরি বাড়ানো হলেও তা সর্বত্র সমান হারে বৃদ্ধি পায়নি। শতাংশের বিচারে সবচেয়ে বেশি মজুরি বৃদ্ধি পেয়েছে গোয়ায়। সেখানে ১০.৬ শতাংশ মজুরি বাড়ানো হয়েছে। অপরদিকে সবচেয়ে কম মজুরের বৃদ্ধি পেয়েছে উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ডে।
উত্তর ভারতের এই দুই রাজ্যে মাত্র ৩ শতাংশ মজুরি বাড়ানো হয়েছে। বাংলার ১০০ দিনের কাজ প্রকল্পের শ্রমিকদের দৈনিক মজুরি ছিল ২৩৭ টাকা। সেটা ১৩ টাকা বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে। যদিও এই হিসাবটা ১০০ দিনের কাজ প্রকল্পের জাতীয় গড় মজুরি ২৮৯.৭০ টাকার থেকে বেশ অনেকটাই কম। একই অবস্থা প্রতিবেশী অসম রাজ্যের। সেখানে ১০০ দিনের কাজ প্রকল্পের নতুন মজুরি হয়েছে ২৩৯ টাকা।
১০০ দিনের কাজ প্রকল্পের সবচেয়ে বেশি মজুরি দেওয়া হত হরিয়ানার শ্রমিকদের। তাঁরা ৩৭৪ টাকা দৈনিক মজুরি পেতেন। তবে এইবারে গোয়ার শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে ৩৪ টাকা আর দক্ষিণের কর্ণাটকের শ্রমিকদের মজুরি বেড়েছে ৩৩ টাকা।
১০০ দিনের কাজ প্রকল্পে সবচেয়ে কম মজুরি পেতেন উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড ও অরুনাচল প্রদেশের শ্রমিকরা। তাঁদের মাত্র ২৩৪ টাকা মজুরি দেওয়া হত। এই পর্যায়ে ৫ শতাংশের কম মজুরি বৃদ্ধি পেয়েছে মোট আটটি রাজ্যে। সেই তালিকায় অসম, কেরল, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মনিপুরের মত রাজ্যগুলিও আছে।
এদিকে ১০০ দিনের কাজ প্রকল্পের এই মজুরি বৃদ্ধি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাংলায়। শাসকদল তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছে কেন্দ্রের শাসকদল বিজেপিকে। ঘটনা হল, দুর্নীতির অভিযোগে গত বেশ কয়েক বছর ধরে বাংলায় ১০০ দিনের কাজ প্রকল্পের অর্থ পাঠানো বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। তাই ১০০ দিনের কাজ প্রকল্পের মজুরি বৃদ্ধি পেলেও এক্ষুণি কোনও লাভ হবে না বাংলার গরিব মানুষের।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ১ এপ্রিল থেকে সিম কার্ডের পুরোনো নিয়ম থাকবে না, সবকিছু নতুনভাবে হবে
👉 সমকাজে সমবেতন দিতেই হবে, সুপ্রিম কোর্টের রায়ে ভরসা পাবে কর্মীরা?
👉 পশ্চিমবঙ্গে ঢুকেছে ১৩,৭৪৫ কোটি টাকা! সব টাকা এই কাজে লেগেছে
👉 আরো ৫ টি ব্যাংককে জরিমানা করল RBI, যারা টাকা রেখেছে তারা কী করবে?
👉 ১ টাকা, ৫ টাকা, ১০ টাকার কয়েন নিয়ে সবাইকে সতর্ক করল RBI
👉 ন্যূনতম মজুরি বলে আর কিছু থাকবে না, এর বদলে লিভিং ওয়েজ চালু করবে সরকার