Budget 2024: জুলাইয়ে আসছে কেন্দ্রীয় বাজেট, মধ্যবিত্তদের জন্য থাকবে বিশেষ উপহার?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন্দ্রীয় বাজেটের প্রস্তুতি শুরু হয়েছে। এ বছর লোকসভা নির্বাচনের কারণে দু’টি বাজেট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন। এবার তিনি 2024-25 অর্থবছরের সাধারণ বাজেট পেশ করতে যাচ্ছেন।

আগামী মাসে সাধারণ বাজেট পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে বাজেটের তারিখ সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য সামনে আনা হয়নি। এই বাজেটে টাকার বৃষ্টি হতে পারে বলে আশা করছেন অনেকেই। দারুণ উপহার দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

2024-25 অর্থবছরের বাজেটে করদাতারা এই বড় উপহার পেতে পারেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি পেশ করা অন্তর্বর্তী বাজেটে আয়কর নিয়মে কোনও পরিবর্তন করেননি। যদিও তিনি আগেই বলেছিলেন, অন্তর্বর্তীকালীন বাজেটে বড় কোনও ঘোষণা করা হবে না।

তাই বড় কোনও ঘোষণার জন্য, আমাদের জুলাই মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে চলা অর্থ বছর 2025-এর সম্পূর্ণ বাজেটের জন্য অপেক্ষা করতে হবে।

বাজেটে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য বিশেষ ঘোষনা থাকতে পারে

বিশেষজ্ঞরা বলছেন, জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটে, আয়কর ফ্রন্টে বড় ঘোষণা করতে পারেন অর্থ মন্ত্রী। বিশেষত নিম্ন আয়ের গোষ্ঠী এবং মধ্যবিত্তদের কর ত্রাণ প্রদানের উপর জোর দেওয়া হতে পারে। সরকার হয়ত মধ্যবিত্তের উপর থেকে করের বোঝা কমাতে পারে। এর দরুণ, অর্থনীতিতে চাহিদাও বাড়বে এবং ব্যবহারও বাড়বে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আয়করের পুরাতন ব্যবস্থা বদলে যেতে পারে

আয়করের পুরনো নিয়মে ট্যাক্স স্ল্যাবে পরিবর্তন করা হতে পারে। আগে 15 লক্ষ টাকার উপরে বার্ষিক আয় করলে কর দিতে হত 30 শতাংশ।

কিন্তু যেভাবে এখন মূল্যস্ফীতি হচ্ছে, মধ্যবিত্তরা অনেক সমস্যায় পড়ছেন। এই কারণেই মধ্যবিত্তরা দীর্ঘদিন ধরে আয়কর ছাড়ের দাবি জানিয়ে আসছেন। কেন্দ্রীয় বাজেটে তাঁদেরও কিছুটা স্বস্তি দিতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

আরো পড়ুন: কথা রাখলেন মুখ্যমন্ত্রী! খুশি হাজার হাজার সরকারি কর্মচারী

নতুন কর ব্যবস্থার অধীনে, 7 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর আয়কর ছাড় দেওয়া হয়। এবার নতুন নিয়ম এলে 7.5 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কর দেওয়া হবে না। 3 লক্ষ টাকা আয় পর্যন্ত কর দিতে হয় না। 3 থেকে 6 লক্ষ টাকা আয় করলে 5% কর দিতে হয়।

Leave a Comment