১৩ বছর পর জনগণনা শুরু হচ্ছে, এই কাগজগুলো রেডি রাখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সমস্ত ভারতীয়দের জন্য বড় খবর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামী মাসে আদমশুমারি বা জনগণনার প্রক্রিয়া শুরু হতে চলেছে। মোদী 3.0 সরকার ক্ষমতায় এসেই নিতে চলেছে কেন্দ্র। মূলত প্রতি 10 বছর পর পর করা হয় আদমশুমারি। কিন্তু কোভিড-19 মহামারী আসার পর থেকে তা স্থগিত হয়ে গিয়েছে। শেষ জনগণনা হয়েছিল 2011 সালে।

কবে শুরু হবে নতুন করে জনগণনা?

নতুন আদমশুমারি 2024 সালের সেপ্টেম্বরে শুরু হবে। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করে রিপোর্ট আসতে, প্রায় দেড় বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে। এই জনগণনার ফলাফল মার্চ 2026 এর মধ্যে প্রকাশিত হবে।

কীভাবে হবে জনগণনা?

আদমশুমারির সময় সরকারি বা বেসরকারি কর্মীরা তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাবেন। পরিবারের সদস্যের সংখ্যা, তাঁদের নাম, বয়স, লিঙ্গ, চাকরি এবং অন্যান্য বিবরণ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। শুরুতে কোনও নথির প্রয়োজন নেই, তবে আদমশুমারির কর্মীরা কিছু ক্ষেত্রে ভোটার আইডি বা আধার কার্ড দেখতে চাইলেও চাইতে পারেন। তবে, সময়ে কাজে আসার জন্য বেশ কিছু প্রশ্নের উত্তর আপনাদের জেনে রাখা কিন্তু জরুরি।

আদমশুমারি কর্মীরা আপনার বাড়িতে এসে কী কী জিজ্ঞাসা করবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1. আপনার পরিবারে কতজন লোক বাস করেন?

2. তাঁদের নাম, বয়স এবং লিঙ্গ কি?

3. পরিবারের সদস্যরা কোন কাজ বা পেশার সঙ্গে যুক্ত?

4. তাঁরা অতিরিক্ত অন্যান্য প্রশ্নও করতে পারেন।

রো পড়ুনঃ ৩১ আগস্ট লাস্ট ডেট! সম্পত্তির হিসেব দিতে হবে, নাহলে বেতন বন্ধ করবে সরকার

কী কী কাগজপত্র রেডি করে রাখবেন?

1. আধার কার্ড (Aadhaar Card)

2. ভোটার কার্ড (Voter Card)

3. রেশন কার্ড (Ration Card)

4. প্যান কার্ড (Pan Card)

মনে রাখবেন, উপরিউক্ত এই নথিগুলো নাও লাগতে পারে। তবুও সময়ে কাজে আসার জন্য সঙ্গে রাখা ভালো।

Leave a Comment