একসাথে ৪০০০ শিক্ষকের চাকরি বাতিল! ২৫ হাজার টাকা মাইনে আর মিলবে না

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাতারাতি চলে গেল ২৫ হাজার টাকা মাস মাইনের চাকরি। নতুন মাস পড়ার সঙ্গে সঙ্গে কর্মহীন হয়ে পড়লেন ৪ হাজার শিক্ষক। এত বড় ধাক্কা সামলে উঠে কীভাবে ঘুরে দাঁড়াবেন সেটাই বুঝতে পারছেন না ওই শিক্ষকরা। মজার কথা হল সরকারি স্কুলেই শিক্ষকতা করতেন ওঁরা। অর্থাৎ বুঝতেই পারছেন সরকার একসঙ্গে চার হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছে। কিন্তু কেন?

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে গত কয়েক বছর ধরেই উত্তাল হয়েছে বাংলার সমাজ ও রাজনৈতিক পরিসর। এখানে বেশ কয়েকবার আদালতের নির্দেশে শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে। কিছু ক্ষেত্রে উচ্চআদালত সেই নির্দেশ কার্যকর করার উপর স্থগিতাদেশ’ও দিয়েছে। আবার কিছু ক্ষেত্রে আর চাকরি ফিরে পাননি সংশ্লিষ্ট শিক্ষকরা।

সবমিলিয়ে শিক্ষকদের চাকরি বাতিলের কথা শুনলেই অনেকের মনে সঙ্গে সঙ্গে বাংলার কথা চলে আসে। হয়ত এতক্ষণে অনেকেই ভেবেও বসেছেন, বাংলায় ৪০০০ শিক্ষকের চাকরি চলে গিয়েছে। কিন্তু না, এই মারাত্মক কাণ্ডটি ঘটেছে প্রতিবেশী রাজ্য বিহারে। সেখানে কলমের এক খোঁচায় এক ধাক্কায় ৪ হাজার অতিথি শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে। তাঁরা সকলেই বিহারের সরকারি স্কুলের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক ছিলেন।

এই শিক্ষকরা প্রত্যেকে দৈনিক ১০০০ টাকা করে ভাতা পেতেন। সেই হিসেবে মাসের সর্বোচ্চ ২৫ হাজার টাকা ভাতা বা বেতন পেতেন তাঁরা।

২০১৮ সালের ২৫ জানুয়ারি বিহারের শিক্ষা মন্ত্রকের একটি বিজ্ঞপ্তির ভিত্তিতে এই চার হাজার অতিথি শিক্ষক সে রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলির জন্য নিয়োগ করা হয়। সেই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছিল, বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে যতক্ষণ না রাজ্যের স্কুলগুলিতে নতুন স্থায়ী শিক্ষক নিয়োগ করা হচ্ছে ততদিন পর্যন্ত এঁদের চাকরি থাকবে।

সম্প্রতি বিহার সরকার BPSC-এর মাধ্যমে সে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জন্য মোট ৯৪,৭৩৮ জন স্থায়ী শিক্ষক নিয়োগ করেছে। এই বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের ফলে স্কুলগুলিতে অতিথি শিক্ষকের প্রয়োজনীয়তা ফুরিয়েছে। আর তাই এঁদের চাকরি বাতিলের কথা ঘোষণা করেছে সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিহার সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, প্রতিটি জেলার বিদ্যালয় পরিদর্শককে ৩ এপ্রিলের মধ্যে চিঠি পাঠিয়ে নিশ্চিত করতে হবে, আর কোন‌ও অতিথি শিক্ষক সংশ্লিষ্ট জেলার কোন‌ও স্কুলে কর্মরত নেই। এদিকে এক ধাক্কায় এত জন চাকরি হারানোয় মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ৫ বছর পর রেলের নতুন নিয়ম! এবার এর জন্যও বেশি টাকা দিতে হবে

👉 বিমার জন্য ১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হবে, আগের থেকে এটি অনেক ভালো

👉 এপ্রিলের শুরুতেই ৩২ টাকা কমে গেল গ্যাসের দাম! কোলকাতায় নতুন দাম কত?

👉 মাত্র ৫২৯ টাকায় গ্যাস সিলিন্ডার! ১ এপ্রিল থেকে আগের সুবিধা নতুন করে চালু হচ্ছে

👉 ১ টি বা ২ টি নয়! ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে এতগুলো নিয়ম

👉 ছুটির লিস্টে ছিল না এই ৭ দিন, তবুও সবার জন্য ছুটি থাকবে

Leave a Comment