লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা, যেমন কথা তেমন কাজ মমতার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ঝড় বৃষ্টি মাথায় নিয়েই রাজ্যের মানুষজন নতুন করে খুশির খবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে ঘোষণা করেছেন, ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করা হবে। এরই সঙ্গে বছরের শেষ থেকেই বাংলার বাড়ি, বিধবা ভাতারও আবেদন জমা নেওয়া হবে।

রাজ্যের মানুষের জন্য মমতা সরকারের কাজ

একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন-

1) লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রুপোশ্রী প্রকল্পের জন্য 60 হাজার কোটি টাকা খরচ।

2) 2 কোটি 15 লক্ষ মহিলা 40 হাজার কোটি টাকা পেয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারে।

3) প্রায় 29 লক্ষ মানুষ মানবিক ভাতা, বার্ধক্য ভাতা পেয়েছেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

4) স্বাস্থ্যসাথীতে বিনামূল্যে চিকিৎসার জন্য 10 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।

5) সরকারি হাসপাতালেও প্রচুর সাহায্য করা হয়।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যা যা বলেছেন মমতা

মুখ্যমন্ত্রীর কথায়, লক্ষ্মীর ভান্ডার যেমন চলছে, তেমনই চলবে। সাধারণ শ্রেণীর মানুষ পাবেন 1000 টাকা। সংখ্যালঘু শ্রেণীর মানুষ পাবেন 1200 টাকাই।

আগের নিয়মেই 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের এই টাকা দেওয়া হবে। যাদের আবেদন জমা পড়ে গেলেও এখনও টাকা আটকে রয়েছে, তাঁদের টাকা পুজোর মধ্যেই এসে যেতে পারে।

আরো পড়ুন: খুব হল দুয়ারে সরকার! এবার দুয়ারে শিল্প করবে রাজ্য সরকার

আবেদন শুরু হলে অনলাইনে এইভাবে আবেদন করুন

  • অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in/login- এ যান।
  • প্রথমে হোম পেজে নিজেকে নিবন্ধন করুন।
  • এর পর মোবাইল ফোন এবং ওটিপির সাহায্যে লগ ইন করুন।
  • লগইন করার পরে, লক্ষ্মী ভান্ডার স্কিমের আবেদনপত্র খুলবে।
  • আবেদনপত্রে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য সঠিকভাবে লিখুন।
  • এরপর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।
  • এরপর সাবমিট বাটনে ক্লিক করুন।

Leave a Comment