নির্বাচনী আবহের মধ্যেই খুশির খবর। নতুন করে ৩২ টাকা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এপ্রিল মাসের প্রথম দিন থেকেই আরও ৩২ টাকা কম দামে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবে কলকাতার মানুষ। দেশের অন্যত্রও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। তবে সবচেয়ে বেশি দাম কমেছে কলকাতায়।
এপ্রিল মাস পড়তেই কলকাতায় আরও কিছুটা সস্তা হয়ে গেল এলপিজি সিলিন্ডার। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো ১ এপ্রিল নতুন যে দামের তালিকা ঘোষণা করেছে তা থেকেই এই বিষয়টি জানা গিয়েছে। ফলে আগামী একমাস আরও কিছুটা কম খরচে রান্নার গ্যাস কিনতে পারবেন কলকাতার মানুষ।
ইন্ডিয়ান অয়েলের তালিকা অনুযায়ী, ১ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে কলকাতায় ৩২ টাকা সস্তা হয়েছে রান্নার গ্যাস। তবে এর সুবিধা সাধারণ মানুষজন সরাসরি পাবে না। কারণ বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি। তবে ১৯ কেজির নীল রঙের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় ৩২ টাকা কমানো হয়েছে।
ঘটনা হল প্রতিমাসের ১ তারিখ রান্নার গ্যাস সিলিন্ডার, পেট্রল-ডিজেল, সিএনজি সহ নানান জ্বালানির দাম পর্যালোচনা করে তেল কোম্পানিগুলো। ১ এপ্রিল’ও তাই হয়েছে। আর তাতেই সোমবার থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম শহর ভেদে ৩০-৩২ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
১৪.২ কেজির লাল রঙের বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকায় কলকাতার মানুষকে তা ৮২৯ টাকা দিয়েই কিনতে হবে। তবে ৩২ টাকা দাম কমায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের কলকাতায় নতুন দাম হল ১,৮৭৯ টাকা। যা আগে ছিল ১,৯১১ টাকা।
এদিকে চেন্নাইয়ে দাম কমেছে ৩০.৫০ টাকা, ফলে সেখানে নতুন দাম হয়েছে ১,৯৩০ টাকা। অপরদিকে বাণিজ্য নগরী মুম্বইয়ে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৩১.৫০ টাকা। সেখানে নতুন দাম হয়েছে ১,৭১৭.৫০ টাকা।
রান্নার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমায় হোটেল, রেস্তোরাঁ, অফিস ক্যান্টিন, স্কুল-কলেজের ক্যান্টিন, ফাস্টফুড সেন্টার ইত্যাদির খাবারের দামে প্রভাব পড়তে পারে। গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির এই প্রভাব সরাসরি বাড়ির হেঁশেলে না পড়লেও ঘুরপথে তা প্রভাবিত করতে পারে আমজনতাকে। কারণ বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় বিভিন্ন রেস্তোরাঁ, ক্যান্টিন, ফাস্টফুড সেন্টার তাদের খাবারের দাম কিছুটা হলেও কমাতে পারে। এতে স্বস্তি পাবে অফিস কর্মচারী, স্কুল-কলেজের পড়ুয়াড়া।
এদিকে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের বছরে ১২ টি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি আরও এক বছরের জন্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে কলকাতার উজ্জ্বলা যোজনা গ্রাহকরা বর্তমানে ৫৩৯ টাকায় এক একটি গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 বিমার জন্য ১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হবে, আগের থেকে এটি অনেক ভালো
👉 মাত্র ৫২৯ টাকায় গ্যাস সিলিন্ডার! ১ এপ্রিল থেকে আগের সুবিধা নতুন করে চালু হচ্ছে
👉 ১ টি বা ২ টি নয়! ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে এতগুলো নিয়ম
👉 চেক বাউন্স হলেই বিপদ! ১৫ দিনের মধ্যেই নেওয়া হবে অ্যাকশন
👉 এপ্রিল মাসে এই ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, সম্পূর্ণ লিস্ট দিল RBI