২০২৩-২৪ অর্থবর্ষের শেষে এসে দাঁড়িয়ে আমরা। এপ্রিল থেকেই শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। নতুন আর্থিক বছরের সূচনা মানে হিসেব পত্র সব কিছু নতুন করে শুরু হওয়া। তার আগে অবশ্য ব্যাঙ্ক কর্মীদের প্রবল চাপ যাবে। গোটা আর্থিক বছরের হিসেব ক্লোজিং করাটা চাট্টিখানি কথা নয়।
এই নতুন আর্থিক বছরের শুরুতেই অবশ্য একটা ফিল গুড ব্যাপার উপভোগ করতে পারবেন ব্যাঙ্ক কর্মীরা। কারণ এপ্রিল মাসের প্রায় অর্ধেক দিনই ছুটি থাকবে। ইতিমধ্যেই এই ছুটির তালিকা তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
RBI তাদের ওয়েবসাইটে এপ্রিল মাসে কদিন ব্যাঙ্ক বন্ধ বা ছুটি থাকাবে সেই তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, এপ্রিল মাসে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৪ দিন ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে। ফলে আর্থিক বছরের শুরুতেই আমজনতার ব্যাঙ্কিং সংক্রান্ত বেশ কিছু পরিকল্পনা সময়ের অভাবে ধাক্কা খেতে পারে। তাই সমস্যা এড়াতে আগে থেকেই কাজগুলি সেরে নেওয়ার পরিকল্পনা করাই ভাল।
প্রতিমাসেই প্রতিটি রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি থাকে। এপ্রিল মাসে মোট ৭ টি সাপ্তাহিক ছুটি পাওয়া যাচ্ছে। এর বাইরে আরও ৭ দিন নানান কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই আসুন, দেখে নেওয়া যাক কবে, কী কারণে এপ্রিল মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
RBI-এর তালিকা অনুযায়ী এপ্রিল মাসে এই দিনগুলোতে ব্যাঙ্ক বন্ধ থাকবে
১ এপ্রিল (সোমবার): বরাবরের প্রথা হল নতুন আর্থিক বছরের প্রথম দিন ব্যাঙ্ক ছুটি থাকে। এবারেও সেটা হবে।
৫ এপ্রিল (শুক্রবার): বাবু জগজীবন রামের জন্মদিন এবং জামাত-উল-বিদার কারণে শ্রীনগর, জম্মু এবং তেলেঙ্গানায় ব্যাঙ্ক ছুটি থাকবে।
৭ এপ্রিল: রবিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি)
৯ এপ্রিল (মঙ্গলবার): গুড়ি পাদওয়া / উগাদি উৎসব /তেলেগু নববর্ষ এবং প্রথম নবরাত্রির উপলক্ষে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি এবং শ্রীনগরে ব্যাঙ্ক ছুটি থাকবে৷
১০ এপ্রিল (বুধবার): ইদ উপলক্ষে কেরালায় ব্যাঙ্ক ছুটি।
১১ এপ্রিল (বৃহস্পতিবার): ইদ উপলক্ষে সারাদেশে ব্যাঙ্ক ছুটি।
১৩ এপ্রিল: দ্বিতীয় শনিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি), এছাড়াও পাঞ্জাবি নববর্ষ বা বৈশাখি আছে।
১৪ এপ্রিল: রবিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি)
১৫ এপ্রিল (সোমবার): হিমাচল দিবসের কারণে গুয়াহাটি এবং সিমলা জোনের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১৭ এপ্রিল (সোমবার): রাম নবমী উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডিগড়, দেরাদুন, গ্যাংটক, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর, লক্ষ্ণৌ, পাটনা, রাঁচি, সিমলাতে ব্যাঙ্ক ছুটি থাকবে। মুম্বই ও নাগপুরের ব্যাঙ্কের শাখাগুলিও বন্ধ থাকবে।
২০ এপ্রিল (শনিবার): গড়িয়া পুজোর জন্য আগরতলায় ব্যাঙ্কগুলির জন্য ছুটি থাকবে।
২১ এপ্রিল: রবিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি)
২৭ এপ্রিল: চতুর্থ শনিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি)
২৮ এপ্রিল: রবিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি)
অর্থ বছরের প্রথম মাসে ব্যাঙ্কে ছুটির লম্বা তালিকা দেখে গ্রাহকরা ঘাবড়ে যেতে পারেন। তবে ভয় পাওয়ার কিছু নেই। কারণ অনলাইন পরিষেবার মাধ্যমে বর্তমানে যাবতীয় ব্যাঙ্কিং কাজ করতে পারবেন। তাছাড়া ব্যাঙ্কের ছুটির তালিকা দীর্ঘ হলেও তার সবকটি বাংলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে আগেভাগে ছুটির দিনগুলো যেহেতু জানতে পারলেন তাই সেই মত ব্যাঙ্কের কাজের পরিকল্পনা করুন। সেক্ষেত্রে আর বিশেষ একটা সমস্যায় পড়তে হবে না।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ছুটির লিস্টে ছিল না এই ৭ দিন, তবুও সবার জন্য ছুটি থাকবে
👉 ভোটের মধ্যেই চুপি চুপি ১০০ দিনের কাজের মজুরি বাড়িয়ে দিল কেন্দ্র, কত ছিল কত হলো?
👉 ১ এপ্রিল থেকে সিম কার্ডের পুরোনো নিয়ম থাকবে না, সবকিছু নতুনভাবে হবে
👉 DA এর পর এবার DR-ও বেড়ে গেল, এপ্রিল মাস থেকে ঢুকবে বেশি টাকা
👉 গ্যাস সিলিন্ডারের রং লাল হয় কেন? সবুজ বা হলুদ কেন হয়না?
👉 নিজের পায়ে দাঁড়াতে টাকা দেবে সরকার, শুধু এই পোর্টালে নামটা তুলুন