দূর্গা পূজার উৎসব আনন্দ চলছে, এরমধ্যেই সরকারি কর্মীদের জন্য খারাপ খবর উঠে এলো। বহু বছর ধরেই সরকারি কর্মীদের কাজ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ চলছে। বিভিন্ন সরকারি অফিসে সরকারি কর্মীদের কাজের গতি দেখে সরকার ভীষণ ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে উৎসবের মধ্যেই সরকার নির্দিষ্ট কিছু সরকারি কর্মীদের ছাটাই করতে পারে বলে জানা গিয়েছে।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় সচিবদের সাথে একটি বৈশিষ্ট্য করেন এবং সেখানে তিনি নির্দেশ দেন- যেসব সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং যে সমস্ত কর্মীদের কাজের মান খারাপ তাদেরকে জনস্বার্থে খাটাই করতে হবে।
আপনাকে জানিয়ে দিই, এইরকম বাধ্যতামূলক ছাটাই বা অবসরের জন্য নির্দিষ্ট কর্মীকে তিন মাসের নোটিশ অথবা তিন মাসের অ্যাডভান্স অর্থাৎ আগাম বেতন সরকারকে দিয়ে দিতে হয়।
এই ছাঁটাই এর কারনে ৫৫ বছর বা তার বেশি বয়সি সরকারি কর্মীরা প্রভাবিত হবেন। CCA পেনশন রুলের মৌলিক ধারা 56(J) এর উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত কেন্দ্রীয় সচিবদের নির্দেশ দিয়েছেন যে, সরকারি মন্ত্রক ও বিভিন্ন দপ্তরে যেসব সরকারি কর্মচারীরা ঠিকঠাক কাজ করে না এবং যে কর্মীরা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তাদের জনস্বার্থে অবসরে পাঠানোর জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক।
আরও পড়ুনঃ নতুন গ্রীন রেশন কার্ড দিচ্ছে সরকার, মিলবে এই বিশেষ সুবিধা
ইতিমধ্যেই এই নিয়ম লাগু করে এখনো অবধি বিভিন্ন সরকারি দপ্তর গুলিতে 500 অফিসারকে ছাটাই করা হয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে জানানো হয়েছে।