DA এর পর এবার DR-ও বেড়ে গেল, এপ্রিল মাস থেকে ঢুকবে বেশি টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যাবতীয় সম্ভাবনা জল্পনাকে সত্যি করে গত ১৩ মার্চ মোদি সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। কিন্তু যে বিষয়টি অনেকেরই নজরে এড়িয়ে গিয়েছে তা হল DA-এর পাশাপাশি DR বা Dearness Relief-ও ৪ শতাংশ বৃদ্ধি করেছে কেন্দ্র। ফলে বর্তমানে ডিআর বেড়ে হয়েছে ৫০ শতাংশ।

কিন্তু কী এই DR?

কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের যেমন DA বা Dearness Allowance দেওয়া হয়, তেমনই কেন্দ্রের অবসরপ্রাপ্ত অর্থাৎ কেন্দ্রীয় সরকারের থেকে পেনশনভোগীদের জন্য দেওয়া হয় DR বা Dearness Relief. এক্ষেত্রেও মূল পেনশনের সঙ্গে বাজারদর অনুযায়ী ডিআর দিয়ে থাকে সরকার। সাধারণত দেখা গিয়েছে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেনশন প্রাপকদের ডিআর-ও বৃদ্ধি করা হয়ে থাকে। এবারেও তাই হয়েছে।

এমনিতে প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়। তবে করোনার সময় দেড় বছর তা বন্ধ ছিল। সেই বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার দাবিতে এখনও অনড় কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা।

যদিও এই বিষয়ে সরকারের তরফ থেকে নির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে এবার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা মার্চ মাসে হলেও কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ক্ষতি কিছু হচ্ছে না। কারণ ঘোষণা পরে হলেও তা কার্যকরী হবে ১ জানুয়ারি, ২০২৪ থেকে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের থেকে পেনশন প্রাপকরা ১ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে এই অতিরিক্ত ৪ শতাংশ ডিআর পাবেন। যা এপ্রিল মাস থেকেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশনের সঙ্গে ঢুকতে শুরু করবে। বকেয়া অর্থ আগামী তিন মাসে ধাপে ধাপে দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া হবে।

এই বৃদ্ধির ফলে একজন অবসরপ্রাপ্ত কত টাকা বেশি পাবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ধরুন একজন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী প্রতিমাসে বেসিক পেনশন পান ৪০,১০০ টাকা। নতুন বৃদ্ধির ফলে তার মাসিক পেনশনের সঙ্গে অতিরিক্ত ১,৬০৪ টাকা ডিআর (DR) যুক্ত হবে। সঠিকভাবে বিবেচনা করলে বোঝা যাবে এই বৃদ্ধি কিন্তু খুব একটা কম নয়।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 গ্যাস সিলিন্ডারের রং লাল হয় কেন? সবুজ বা হলুদ কেন হয়না?

👉 নিজের পায়ে দাঁড়াতে টাকা দেবে সরকার, শুধু এই পোর্টালে নামটা তুলুন

👉 আরো ৫ টি ব্যাংককে জরিমানা করল RBI, যারা টাকা রেখেছে তারা কী করবে?

👉 ন্যূনতম মজুরি বলে আর কিছু থাকবে না, এর বদলে লিভিং ওয়েজ চালু করবে সরকার

👉 ভোটের মধ্যেই চুপি চুপি ১০০ দিনের কাজের মজুরি বাড়িয়ে দিল কেন্দ্র, কত ছিল কত হলো?

👉 ১ এপ্রিল থেকে সিম কার্ডের পুরোনো নিয়ম থাকবে না, সবকিছু নতুনভাবে হবে

Leave a Comment