অগস্টে সোনায় সোহাগা। ছুটির উপর ছুটি পাবেন সরকারি কর্মীরা। জুলাই মাসের অর্ধেক তো হয়েই গিয়েছে। 17ই জুলাইও একটা ছুটি পেয়ে গিয়েছেন সরকারি কর্মীরা। কিন্তু আসন্ন অগস্ট মাসে সারপ্রাইজ অপেক্ষা করছে। একাধিক দিন ছুটি থাকবে রাজ্যের অফিস আদালত স্কুল ও কলেজ।
অগস্ট মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা
10 অগস্ট, দ্বিতীয় শনিবার হওয়ায় ছুটি থাকবে।
11 অগস্ট, রবিবার হওয়ায় ছুটি থাকবে।
15 অগস্ট, বৃহস্পতিবার, স্বাধীনতা দিবসের জন্য ছুটি থাকবে।
18 অগস্ট, রবিবার হওয়ায় ছুটি থাকবে।
19 অগস্ট, সোমবার, রাখি পূর্ণিমার জন্য ছুটি থাকবে।
24 অগস্ট, চতুর্থ শনিবার হওয়ায় ছুটি ছুটি থাকবে।
25 অগস্ট, রবিবার হওয়ায় ছুটি থাকবে।
26 অগস্ট, জন্মাষ্টমী হওয়ায় ছুটি থাকবে।
টানা বেশ কিছুদিন ছুটির সম্ভাবনা রয়েছে
অর্থাৎ, স্পষ্ট হিসাব বলছে বেশ কয়েকটি টানা ছুটির সম্ভাবনা রয়েছে অগস্ট মাসে। 10 আর 11 তারিখের শনিবারের ছুটি তো আছেই। এর পরেই 16 অগস্ট ও 17 অগস্ট একটু কষ্ট করে কাজ করে, 18 ও 19 অগস্ট পর পর ছুটি পাচ্ছেন। তারপর আবার কষ্ট করে চারদিন কাটিয়েই পর পর 3 দিন ছুটি পাচ্ছেন। তাহলে আর দেরি কেন, ঘুরতে যাওয়ার প্ল্যানটি করুন।
আরো পড়ুনঃ রেশনে আর খিচিবিচি হবেনা, নতুন সিস্টেম চালু করছে রাজ্য সরকার
উল্লেখ্য, আপনাকে মনে রাখতে হবে যে বেসরকারি কোম্পানিগুলোর ছুটির কাঠামো সরকারের চেয়ে অনেক আলাদা। বেশিরভাগ বেসরকারী প্রতিষ্ঠানে সপ্তাহের প্রতি শনি ও রবিবার ছুটির দিন থাকবে, বেশিরভাগ সরকারি কর্মচারীদের জন্য রবিবার নিয়মিত ছুটির দিন। রবিবার ছাড়াও সকল সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা প্রায় প্রতি মাসেই জাতীয় ও সরকারি ছুটি পেয়ে থাকেন।