জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে কোটিপতি! ৬২ বছরের পুরনো এক পাশবুক দিল ৯ কোটি টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কখনো কি ভেবে দেখেছেন, পুরনো একটি পাশবুক (Old Passbook) আপনার ভাগ্যকে বদলে দিচ্ছে? আর যদি তা হয় ৬২ বছরের পুরনো! হ্যাঁ এমনই একটি ঘটনা ঘটেছে চিলিতে। জানা যায়, বাড়ি পরিষ্কার করতে গিয়ে পাওয়া এক পাসবুক থেকে রাতারাতি ৯ কোটি টাকার মালিক হয়েছে এক ব্যক্তি। কিন্তু ভাবছেন কীভাবে? পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

চিলিতে এক অদ্ভুত ঘটনা

এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছিল চিলির একটি শহরে। এক্সোকিল হিনোজোসা নামের এক ব্যক্তি নিজের বাড়ির জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে হঠাৎই একটি পুরনো পাশবুক খুঁজে পান। আর সেই পাসবুকটা ছিল তার প্রয়াত বাবার। আর ওই পাশবুকই বদলে দেয় তার ভাগ্য। 

বাবার পুরনো পাসবুকের পিছনে রহস্য

১৯৬০-৭০ এর দশকে হিনোজোসার বাবা এক ব্যাঙ্কে প্রায় ১.৪০ লক্ষ টাকা জমা করেছিলেন। তখন তার মূল উদ্দেশ্য ছিল সেই টাকায় একটি বাড়ি কেনা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হিনোজোসার বাবা প্রায় দশ বছর আগে প্রয়াত হন। আর তার পরিবার কেউ জানতেন না যে, তার ব্যাঙ্কে এত টাকা রয়েছে।

আসলে পাশবুকটি ছিল প্রায় ৬২ বছরের পুরনো। তাই হিনোজোসা এই পাশবুকটি নিয়ে কিছুই ভাবেনি। এমনকি ব্যাংকটি অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তাই তিনি এটিকে জঞ্জাল বলে ফেলে দেওয়া উচিত বলেই ভাবেন। তবে পাসবুকটা হাতে নেওয়ার পর তার চোখ পড়ে “State Guaranteed” লেখাটির উপর। অর্থাৎ, যদি ব্যাংকটি বন্ধ হয়ে যায় তাহলে সরকার ওই টাকার নিশ্চয়তা দেয়। 

আইনি লড়াইয়ের পর কোটিপতি হলেন

এই লেখাটি দেখে হিনোজোসা মনে করেছিলেন যে, সরকার হয়তো তার বাবার পরিশ্রমের টাকা ফেরত দেবে। কিন্তু প্রথমে সরকারের তরফ থেকে আবেদন রিজেক্ট করে দেওয়া হয়। তবে হিনোজোসা হাল ছাড়েনি। তিনি আইনের পথ অবলম্বন করেন এবং আদালতে দাবি করেন যে, এই টাকা তার বাবার এবং তা সরকারের কাছ থেকে ফেরত পাওয়া সে যোগ্য দাবিদার। 

অবশেষে আদালত সরকারের বিরুদ্ধে রায় দেয় এবং সরকার আদেশ দেয় যে, হিনোজোসাকে সুদসহ সেই সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। এরপর ১.২ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৯ কোটি টাকা ফেরত দেওয়ার আদেশ দেয় ভারত সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: ৭২ দিনের জন্য ফ্রি কল, ডেটা, OTT! কম খরচে জিওর এই প্ল্যানে মিলছে ভরপুর সুবিধা

বলতে গেলে তার ভাগ্য

জঙ্গলের মধ্যে পড়ে থাকা পুরনো একটি পাশবুক ভাগ্য বদলে দিতে পারে, তা এরকম ঘটনার আগে কেউ কল্পনাই করতে পারেনি। আর এই ঘটনাটি হিনোজোসাকে একধাক্কায় কোটিপতি বানিয়ে দিয়েছে। এমনকি রাতারাতি তিনি হয়ে ওঠেন ৯ কোটি টাকার মালিক।

Leave a Comment