এই প্রথম ভারতীয় অর্থনীতিতে এল ৯০ টাকার কয়েন বা মুদ্রা। গত ২ এপ্রিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসকে পাশে নিয়ে এই নতুন মুদ্রাটি প্রকাশ করেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে থেকে এই মুদ্রা বাজারে আসবে?
আবার অনেকে ৯০ টাকার কয়েনের কথা শুনে রীতিমত চমকে উঠছেন। কারণ এখনও পর্যন্ত ২০ টাকার কয়েন প্রচলিত আছে ভারতীয় অর্থনীতিতে। সেখানে ৫০ টাকার কয়েন না এনে এক ধাক্কায় ৯০ টাকার মুদ্রা প্রচলন করায় চমকে উঠেছেন অনেকে। তবে গোড়াতেই একটা কথা বলে দেওয়া যাক, এই ৯০ টাকার মুদ্রা দিয়ে লেনদেন করা যাবে না। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরো এক চমকের কথা আপনাকে বলা যাক। এই ৯০ টাকার মুদ্রা সংগ্রহ করার জন্য আপনার পকেট থেকে খসবে প্রায় ৫,২০০-৫,৫০০ টাকা! অবাক হলেও এটাই সত্যি। আসলে এটি লেনদেনের জন্য বাজারে নিয়ে আসা হয়নি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত ২ এপ্রিল ৯০ বছর পূর্ণ করেছে। সেই উপলক্ষেই ঐদিন ৯০ টাকার এই স্মারক মুদ্রাটি জনগণের সামনে উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এটির ওজন ৪০ গ্রাম, যা খাঁটি রুপো উপর দিয়ে তৈরি।
এর আগে ১৯৮৫ সালে আরবিআই-এর গোল্ডেন জুবিলি এবং ২০১০ সালে প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে সোনার স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছিল। এই স্মারক মুদ্রাগুলি দিয়ে লেনদেন করা হয় না। তবে কেউ চাইলে এর ফেস ভ্যালু দিয়ে কিনে নিজের কাছে সংগ্রহ রাখতে পারেন। এটি পাওয়া যাবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের www.indiagovtmint.in -এই ওয়েবসাইটে গেলেই।
১৯৬৮ সালের পর থেকে নানান ঘটনা বা ব্যক্তিকে স্মরণ করে ভারত সরকারের অর্থ মন্ত্রক স্মারক মুদ্রা প্রকাশ করে আসছে। এ দেশে এখনও পর্যন্ত সবচেয়ে দামি স্মারক মুদ্রাটি হল ২০০৮ সালে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ডক্টর হোমিও জাহাঙ্গির ভাবার জন্ম শতবর্ষ উপলক্ষে প্রকাশ করা ১০০ টাকার স্মারক মুদ্রাটি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের www.indiagovtmint.in -এই ওয়েবসাইটে গেলে ওই ১০০ টাকার স্মারক মুদ্রাটির দাম দেখাচ্ছে ১৮,৫৬১ টাকা!
আবার প্রয়াত স্বাধীনতা সংগ্রামী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর বাবা মতিলাল নেহেরুর জন্মের দেড়শো বছর উপলক্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ১৫০ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করে। যেটি সংগ্রহ করতে হলে এই মুহূর্তে খরচ করতে হবে ১০,৮৯০ টাকা।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 সরকারি এই ব্যাঙ্ককে উচিত শিক্ষা দিল আয়কর দপ্তর! ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই দেখুন
👉 এপ্রিল মাসে ডবল টাকা পাবে সরকারি কর্মীরা! একসাথে কেন এত টাকা ঢুকবে?
👉 ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করতেই হবে? নাহলে কি ভোট দেওয়া যাবেনা?
👉 বছরে ২ বার ৫০০০ টাকা করে পাবেন, এই প্রকল্পে আবেদন করলেই
👉 লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না! যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে