50 thousand more people will get 1000 rupees per month
WhatsApp Group Join Now

বর্তমানে পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 20 লক্ষ 15 হাজার। কিন্তু বরাদ্দ 20 লক্ষ 65 হাজার মানুষ। কেন্দ্র টাকা দেয়নি বলে বাকি 50,000 মানুষ সুবিধা বঞ্চিত। কিন্তু এই বঞ্চিতদের এবার লাভের আওতায় আনতে চায় সরকার। আরও 50,000 উপভোক্তাকে টাকা দেবে নবান্ন।

রাজ্যের এক আধিকারিক এ প্রসঙ্গে বলেছেন, কেন্দ্র যে টাকাটা দেয়, সেটা তো রাজ্যের প্রাপ্য। তাই কেন্দ্রীয় পোর্টালে আরও 50,000 হাজার নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করা হচ্ছে।

উল্লেখ্য, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া বাকি প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এদিকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানুষ।

কিন্তু বরাদ্দ টাকা না পেয়ে এর মধ্যেই বিভিন্ন জনমুখী প্রকল্প চালাতে গিয়ে চাপ বাড়ছে রাজ্যের। এবার আবার নতুন করে আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা দেওয়ার সিদ্ধান্তও অর্থবহুল।

আসলে, এই বার্ধক্য ভাতার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র। 60 থেকে 80 বছর বয়সীদের জন্য 200 টাকা করে দেয় কেন্দ্র। 80 বছরের বেশিদের জন্য 300 টাকা। এদিকে 2021 সালেই বার্ধক্য টাকা বাড়িয়ে 1000 টাকা করেছে রাজ্য।

অর্থাৎ মাথা পিছু ভাতা দিতে গিয়ে রাজ্যের পকেট থেকে 600-700 টাকা বের করতে হয়। যা ভাবায় নবান্নকে। তবুও ইতিমধ্যেই রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন, 50,000 নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা হচ্ছে। কাজ দ্রুত শেষ করার নির্দেশ রয়েছে। খুব শীঘ্রই নতুন উপভোক্তাদের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।

WhatsApp Group Join Now

কোন 50,000 ব্যক্তি মাসে মাসে ১০০০ টাকা পাবেন?

1) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

2) সুবিধাভোগীদের বয়স হতে হবে 60 বছর অথবা তার ঊর্ধ্বে।

3) শারীরিক অক্ষমতা সহ সুবিধাভোগীদের বয়স হতে হবে 55 বছর অথবা তার ঊর্ধ্বে।

আরো পড়ুন: কৃষক বন্ধুর টাকা ঢুকল কিনা এইভাবে চেক করুন, না ঢুকলে এই নম্বরে কল করুন

গ্রাহক সেবা (হেল্পলাইন নম্বর)

পশ্চিমবঙ্গ বার্ধক্য পেনশন প্রকল্প হেল্পডেস্ক ইমেল :- [email protected].

পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর হেল্পলাইন নম্বর :- 033-23341563/033-23371797

পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর হেল্পডেস্ক ইমেল :- [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *