রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা PNB-এর গ্রাহকদের জন্য খুব খারাপ খবর। ১ জুন থেকে বন্ধ হয়ে যেতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই ব্যাঙ্কের যে সকল গ্রাহকরা দীর্ঘদিন ধরে লেনদেন করছেন না এবং KYC সংক্রান্ত নিয়ম মেনে চলছেন না তাঁদের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ৩১ মে সবকিছু ঠিক করে নেওয়ার জন্য শেষ দিন ধার্য করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) পোস্ট করে গ্রাহকদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছে PNB কর্তৃপক্ষ। এছাড়াও আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাঁরা জানিয়েছে, ৩১ মে-এর মধ্যে প্রত্যেক গ্রাহককে নিজেদের অ্যাকাউন্টে KYC আপডেট করতেই হবে। সেইসঙ্গে সক্রিয় করতে হবে অ্যাকাউন্ট। তিন বছরের বেশি লেনদেন না করলে সেই অ্যাকাউন্ট’ও বন্ধ হয়ে যাবে।
KYC আপডেট নিয়ে PNB ঠিক কী জানিয়েছে?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হচ্ছে। ৩১ ডিসেম্বর, ২০২৩-এর মধ্যে যারা KYC আপডেট করেননি তাঁদের ৩১ মে, ২০২৪-এর মধ্যে সেই কাজ সেরে ফেলতেই হবে।
আরো পড়ুনঃ ৫১ টি স্কুলের সবাই ফেল! অবাক কান্ড, মাধ্যমিকে কেউই পাস করতে পারল না
এর জন্য ব্যাঙ্কের PNB One অ্যাপ/ অনলাইন ব্যাঙ্কিং/ ব্যাঙ্কের শাখায় গিয়ে / ই-মেল করে যে কোনও একটি উপায়ে নিজের অ্যাকাউন্টের KYC আপডেট করতে হবে। সেই সঙ্গে অ্যাকাউন্টে আবার লেনদেন চালু করতে হবে।
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ বা সাসপেন্ড হয়ে গেলে ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি আর লেনদেন করতে পারবেন না। এরপর আপনাকে ব্যাঙ্কের শাখায় গিয়ে KYC আপডেট করার পরই ওই অ্যাকাউন্ট দিয়ে আবার লেনদেন করা সম্ভব হবে।
উল্লেখ্য এর কিছুদিন আগেও PNB কর্তৃপক্ষ সোশ্যাল প্ল্যাটফর্ম ‘এক্স’, যা পূর্বতন ট্যুইটার সেখানে একটি বার্তা পোস্ট করে জানিয়েছিল, তাদের যে সকল গ্রাহকের সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টে গত ৩ বছর ধরে কোনও লেনদেন হয়নি সেগুলি দ্রুত সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
আরো পড়ুনঃ ভয়ের কোনো কারণ নেই! ৪ জুনের আগেই স্টক কিনতে বললেন অমিত শাহ
ফলে গ্রাহকরা লেনদেন করতে পারবেন না। সেই সময় নিষ্ক্রিয় হয়ে পড়া অ্যাকাউন্টগুলিকে আবার সক্রিয় করতে KYC আপডেট করতে হয়েছিল অনেক গ্রাহককে।